নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলে দীর্ঘ দিন খেলতে হলে বাংলাদেশের পেসারদের ঘরোয় ক্রিকেট খেলার অভিজ্ঞতা বেশি থাকা প্রয়োজন। বয়স ভিত্তিক দল কিংবা অনূর্ধ্ব-১৯ দল থেকে সরাসরি জাতীয় দলে খেলা পেসারদের জন্য সঠিক কোনো প্রক্রিয়া নয়। এত করে পেসারদের ক্যারিয়া খুব বেশি দীর্ঘ স্থায়ী হয় না। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মিরপুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার ও আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সের হেড কোচ তালহা জুবায়ের।
বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে বোলিং স্যাডো করতে দেখো যায় জাতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসা এবাদত হোসেনকে। ইনজুরির কারণে দীর্ঘ দিন মাঠে বাইরে থাকা এবাদত শুরু করে করেছেন মাঠে ফেরার প্রাথমিক প্রক্রিয়া। যদিও মাঠ ফিরতে অপেক্ষা আরও ৬-৭ মাস। মিস করবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও।
এসময় এবাদতের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরকে পেসার খালেদ আহমেদ। সম্প্রতি বাংলাদেশ দলের পেস বোলিং বেশ উন্নতি করেছে। জাতীয় দলে পেস বোলিংটা বেশ সমৃদ্ধ। তবে ব্যাকআপ পেসার খুব বেশি নেই। জাতীয় দলের সাবেক পেসার ও এবারে বিপিএলে খুলনা টাইগার্সের হেড কোচ তালহা জুবায়ের জানিয়েছেন অনূর্ধ্ব-১৯ থেকে পেসারদের সঠিক ভাবে পরিচালনা করা সম্ভব হয় না বিধায় এমনটা হচ্ছে।
জাতীয় দলের সাবকে এ পেসার মনে করেন সেই সময় থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে পেসাররা। জাতীয় দলের পেসাররা তরুণ পেসারদেরদের সঠিক পথে নিয়ে যেতে বড় ভূমিকা রাখছে। তালহা জুবায়ের মনে করেন অনূর্ধ্ব-১৯ দল থেকে পেসারদের সরাসরি জাতীয় দলে খেলানো ঠিক নয়। ঘরোয় ক্রিকেট কমপক্ষে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেললে বেশি দিন জাতীয় দলের হয়ে খেলা সম্ভব।
নিউজক্রিকেট২৪/আরএ