পেসারদের উন্নতিই প্রেসিডেন্টস কাপের বড় প্রাপ্তি- তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনা প্রকোপ কাটিয়ে মাঠে ফিরেছে সকল দেশের ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতাই বিসিবির আয়োজনে শুরু হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। আর দীর্ঘ বিরতির পর বল হাতে আগুন ঝরানো পারফর্ম করেছেন পেসাররা। তিন দলীয় টুর্নামেন্টের সব দলের ফাস্ট বোলাররাই নিজ নিজ জায়গা থেকে সামর্থ্যের জানান দিয়েছেন। সেকারণে এই টুর্নামেন্টের বড় প্রাপ্তি হিসেবে পেসারদের উন্নতিকে বড় করে দেখছেন নাজমুল একাদশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

এখনো পর্যন্ত প্রেসিডেন্টস কাপের ৪ ম্যাচে মাত্র ৩.৯৭ ইকোনমি রেটে ১২ উইকেট শিকার করেছেন তামিম একাদশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও রয়েছেন শীর্ষে এই তরুণ। সমান সংখ্যক ম্যাচে ১০ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন রুবেল হোসেন।

মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে পেসারদের বোলিংয়ে খুশির কথা প্রকাশ করেছেন তাসকিন। তাঁর মতে নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পেরেছেন পেসাররা।

তাসকিন বলেন,”বেশ প্রতিযোগিতা হয়েছে, কিন্তু এর মধ্যে থেকেও বোলাররা একটু সাহায্য পেয়েছে। তবে সাহায্য পেলেও ধারাবাহিকভাবে ভালো বল করেছে। ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছে, বিশেষ করে নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে। ইতিবাচক ব্যাপার হল ফাস্ট বোলাররা উন্নতি করছে।বোলারদের এখানে কৃতিত্ব দিতেই হবে যে তারা ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করেছে, পরিকল্পনার প্রয়োগ করেছে। ব্যাটসম্যানদের সহজ বা খেলার মত বল কম দেওয়া হয়েছে সব দলেরই এবং আল্লাহর রহমতে সব পেসাররাই ভালো করেছে।”

প্রেসিডেন্টস কাপের ফাইনালে রবিবার (২৫ অক্টোবর) তাসকিনদের নাজমুল একাদশের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে ম্যাচটি শুক্রবার হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে পিছিঁয়ে দেওয়া হয়েছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »