নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ,আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে করা তিন জাতির টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আসন্ন ত্রিদেশীয় সিরিজ দিয়েই ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন জিম্বাবুইয়ান এই অধিনায়ক। ২০০৫ সালের দিকে প্রথম বার জাতীয় দলের হয়ে খেলতে এসেছিলেন মাসাকাদজা আর এবার দিয়ে জাতীয় দলের হয়ে এটি তাঁর নবম বাংলাদেশ সফর। এছাড়া বিভিন্ন সময়ে ঘরোয়া ক্রিকেট লীগ,বিপিএলে খেলেছেন অনেক বার। দলের এমন এক পরিস্থিতি এসে বিদায় নিচ্ছেন যেখানে কি জিম্বাবুয়ের উপর চলছে আইসিসির কড়া নিষেধাজ্ঞা। ১৮ বছরের ক্যারিয়ারে দেখতে হয়েছে নানান উত্থান- পতন কিন্তু কখনো দমে যাননি সব সময়ই সাথে ছিলেন দলের আর ক্রিকেটের। ২০০৫ সালে প্রথম বারের মত বাংলাদেশে আসেন তিনি আর সে বার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিলেন ১ টেস্ট ও ৩ ওয়ানডে। টেস্টে সুযোগ পেয়ে দুই ইনিংস মিলিয়ে করেন মোটে ৪৪ রান ১ম ইনিংসে ছিলো ৪৩ আর ২য় ইনিংসে ছিলো মাত্র ১ রান। টেস্টের পর সুযোগ ওয়ানডে খেলার ও আর তিন ম্যাচে ১ ফিফটি সহ করেন ১১০ রান। তিন জাতির টি-২০ টুর্নামেন্টের আগে সংবাদ সম্মেলনে এসে যেন স্মৃতিতে নাড়া দিয়ে উঠলো সেই বঙ্গবন্ধু স্টেডিয়াম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাটিংয়ের জন্য পৃথিবীর সেরা উইকেট ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামেই, ‘তখন আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিলাম। সবচেয়ে বড় যে ব্যাপারটি আমার মনে পড়ে, উইকেট ছিল সম্ভবত অনেক ফ্ল্যাট এবং পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে ব্যাটিং করার জন্য সেরা উইকেট ছিল।’ এই সিরিজ দিয়েই শেষ হতে যাচ্ছে মাসাকাদজার ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারের। ক্যারিয়ারে অনেক বাধাঁ বিপত্তি পেরোতে হলেও তিনি সন্তুষ্ট তাঁর ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। তিনি তাঁর ক্যারিয়ার নিয়ে জানান যে, ‘হ্যাঁ অবশ্যই, অনেক লম্বা সাফল্যময় একটা ক্যারিয়ার আমার। অবশ্যই এখানে উত্থান-পতন ছিল। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার দিনগুলো সত্যিই মনে রাখার মতো। যদি আমাকে আর একটা সুযোগ দেওয়া হতো পুনরায় শুরু করার জন্য, আমি অবশ্যই সুযোগটা দুই হাত ভরে নিতাম।