পূরণ হচ্ছে না গেইলের স্বপ্ন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ক্রিস গেইল। ক্রিকেট বিশ্বে বিনোদনের বাড়তি খোড়াক যোগানোর অন্যতম কারিগর হচ্ছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। একটা সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই মাঠ মাতিয়ে গেলেও বিধ্বংসী এই ব্যাটুস্ম্যান সাদা পোশাকে মাঠে নেমেছিলেন প্রায় ৫ বছর আগে। মর্যাদার এই ক্রিকেটের আর একটি ম্যাচ খেলেই সাদা পোশাক তুলে রাখতে চেয়েছিলেন গেইল। গত বিশ্বকাপের সময় এমনতাই জানিয়েছিলেন তিনি। অবশ্য এতে করে দলটির সাবেক ক্রিকেটাররা সমালোচনাও করেছিলেন বেশ।

ইউনিভার্স বস হিসেবে খ্যাত গেইল চাচ্ছিলেন ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই বিদায় নিতে। কিন্তু গেইলের আবদার রাখেননি দলটির নির্বাচকরা। ভারতের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে নাম নেই গেইলের। ফলে তার টেস্ট খেলেরা স্বপ্ন যেন অধরাই থেকে গেল।

এক নজরে ভারতের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াড

জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, শামার ব্রুকস, শ্যানন গ্যাব্রিয়েল, রাহকিম কর্নওয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, শন ডওরিচ, কেমার রোচ, কিমো পল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »