পুলিশ রিমান্ডে শ্রীলঙ্কান ক্রিকেটার

নিউজ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে মিরপুরে অভিষেকেই হ্যাট্রিক করা শ্রীলঙ্কান ফাস্ট বোলার শেহান মাদুশঙ্কাকে গতকাল (রবিবার) মাদকদ্রব্য বহন এবং লকডাউন না মানার কারণে আটক করেছে পুলিশ। আজ স্থানীয় ম্যাজিস্ট্রেট তাকে দুই সপ্তাহের রিমান্ডে পাঠিয়েছেন।

শ্রীলঙ্কার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, মাদুশঙ্কা লকডাউন অমান্য করে শ্রীলঙ্কার পানালা শহরের রাস্তায় গাড়ি নিয়ে বের হন। তার সাথে ঐসময় আরো একজন ছিল। পুলিশ মাদুশঙ্কার গাড়ি থামিয়ে রাস্তায় বের কারণ জিজ্ঞাসা করে সদুত্তর না পেলে তার গাড়ি তল্লাশি করে ২ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন পান।

মাদুশঙ্কার অভিষেকটা হয়েছিল মূলত বাংলাদেশের সাবেক কোচ ও তৎকালীন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাতুরুসিংহের একক চাওয়ায়। তবে হাতুরুকে হতাশ করেনি সে। ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ হ্যাট্রিকে ক্যারিয়ার শুরু করেছিলেন মাদুশঙ্কা। তবে ক্যারিয়ার বেশি লম্বা করতে পারেনি।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »