পুরো বছরের বেতনই পাচ্ছেন নারী ক্রিকেটাররা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে মাঠের খেলাধুলা সব বন্ধ রয়েছে। তাই এ সময়ে খেলোয়াড়রা ঘরে বসে অবসর সময় পার করছেন। আর বর্তমানে মাঠের ক্রিকেট খেলতে না পেরে হাতেগোনা কয়েকজন ক্রিকেটাররা ব্যতীত আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছেন বেশিরভাগ ক্রিকেটারই। তাই তো চলতি জুনে চুক্তিবদ্ধ সকল নারী ক্রিকেটারদের পুরো বছরের বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ ১৫ জুন (সোমবার) বেতন পরিশোধের এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ। তিনি জানিয়েছেন, এর আগে নারী ক্রিকেটারদের বেতন সব একবারেই দেওয়া হয়ে থাকে। তবে মহামারী করোনার কারণে এবার সেটা আগেই দেওয়া হবে।

তওহিদ বলেন, ‘এক সঙ্গে বেতন দেওয়ার বিষয়টি আমরা নিয়মিত করে থাকি। আর যারা বোর্ডের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন সে সকল ক্রিকেটারদের তো প্রতিমাসে বেতন দিতেই হয়। পুরুষ দলের ক্রিকেটাররা প্রতি মাসের বেতন প্রতি মাসেই নিয়ে নেয়। মেয়েদের যেহেতু বেতন ছেলেদের চেয়ে কম, তাই ওদের বেতন মাসিক না দিয়ে একবারেই পরিশোধ করা হয় যাতে করে তারা কিছু একটা করতে পারে।’

তওহিদ আরও বলেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করবো জুনের মধ্যেই তাদের পুরো বছরের বেতন দিয়ে দিতে। কারণ দেশের বর্তমান যে অবস্থা তাতে করে সবারই কমবেশি টাকার প্রয়োজন। তো আমরা বোর্ড থেকে সিদান্ত গ্রহণ করেছি এবারকার বেতন জুনের মধ্যেই সবার হাতে পৌঁছে দিব।’

করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই নারী ক্রিকেটারদের পাশে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার প্রথম দিকে গত মার্চে বিসিবির প্রিমিয়ার লিগের সিলেকশন ক্যাম্পে থাকা সকল নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছিল বিসিবি।

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »