https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ে হেরেছে পাকিস্তান। পাকিস্তানের এমন হারে হতাশ পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাকিস্তানের এই হার নিয়ে চলছে চরম ঠাট্টা বিদ্রুপ।
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নজর কাড়া ব্যাটিং প্রদর্শন করলেও উইন্ডিজের বিপক্ষে এমন শোচনীয় ব্যাটিং ভাবাচ্ছে পাক টিম ম্যানেজমেন্টকে। পাশপাশি প্রশ্ন উঠেছে সরফরাজ আহমেদের অধিনায়কত্ব নিয়েও। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সরফরাজের নেতৃত্বেই শিরোপার মুখ দেখেছিল পাকিস্তান।
তবে এবার সরফরাজ আহমেদের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার। শোয়েব আখতার আনফিট অধিনায়ক হিসেবে আখ্যা দিলেন সরফরাজকে।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় শোয়েব আখতার বলেন, ‘টস করার জন্য যখন সরফরাজ আসলো তখন দেখলাম তার পেট অনেকটা বেরিয়ে গেছে। তার চেহারার মধ্যেও চর্বির উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে গেছে। আমার দেখা সবচেয়ে আনফিট অধিনায়ক সরফরাজ। ঞ্জের শরীর সে নাড়াতে পারছে না আর উইকেটের পেছনেও খুব বেশি সুবিধা করতে পারছে না সে।’
https://twitter.com/shirishy_/status/1134484921416867841