পুরোনো ফরম্যাটেই ৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিপিএল নিয়ে তর্ক বিতর্কের যেন শেষই হচ্ছে না। প্রথম বারের মত নিজেদের অর্থায়নে বঙ্গবন্ধু বিপিএল কে নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
কয়দিন পর পরই বিপিএল নিয়ে কানে ভাসে হাজারও কথা। কয়েকদিন আগে অবশ্য শঙ্কাও জেগে ছিলো নির্ধারিত সময়ে বিপিএল শুরু হবে তো? তবে এমন শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন সঠিক সময়েই বিপিএল হবে আর সে অনুযায়ী বোর্ড প্রস্তুতিও নিচ্ছে।

এবারের বিপিএলের সপ্তম আসরের টাইটেল স্পন্সর হচ্ছে কোন ফ্র্যাঞ্চাইজও গুলো তার ধোঁয়াশা যেন কাটছেই না। ডিসেম্বরের ৬ তারিখ বিপিএল ও অক্টোবরের মাঝামাঝি প্লেয়ার ড্রাফট হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোন স্পন্সরের সাথে চুক্তিবদ্ধ হয়নি বোর্ড। তবে খুব শীঘ্রই স্পন্সরদের নিয়ে বসবেন তারা আর চুক্তিও হয়ে যাবে। তিনি বলেন, ‘আমাদের সিইও সাহেব সব কিছুর দেখা শোনা করছেন। বিপিএল আয়োজন করতে যে সব কাজ করা দরকার তা অবশ্য চলমান। আর এগুলা শেষ হলেই আমরা স্পন্সরদের সাথে বসবো চুক্তি নিয়ে।’

এবারের বিপিএলের ফরম্যাট হবে কেমন আর কয়জন করে বিদেশী করেই খেলারই বা সুযোগ পাবে এসব নিয়েও তিনি কথা বলেন। তিনি বলেন,  ‘ফরম্যাটের কোন পরিবর্তন নেই আগে যেমন ছিলো তেমনই থাকবে। এবারের বিপিএলেও চারজন করে বিদেশী খেলবে প্রতি দলে।’

এছাড়া যেসব ফ্র্যাঞ্চাইজি গুলো বিদেশীদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো তাদের নিয়ে বোর্ডের কি সিদ্ধান্ত? এমনটা চানতে চাইলে তিনি বলেন, ‘পুরোনো ফ্র্যাঞ্চাইজি যদি কোন খেলোয়াড়ের সাথে চুক্তি করে থাকে তাহলে আমরা তাদের সাথে কথা বলবো। সেই সাথে তাদেরকে বিপিএলে অংশগ্রহণের জন্য অফার করবো তারা যদি ফ্রি থাকে আর অংশগ্রহণ করে তাহলে আমাদের কোন আপত্তি নেই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »