পুনরায় ভারতের কোচ হলেন রবি শাস্ত্রী

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

নানা আলোচনাকে পেছনে ফেলে পুনরায় ভারতের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। টম মুডি কিংবা মাইক হেসনের মত হেভিওয়েট কোচদের জায়গা না দিয়ে বিসিসিআই ভরসা করেছে শাস্ত্রীর উপরেই।

বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেয়ার পর তুমুল সমালোচনা শুরু হয় কোচ রবি শাস্ত্রীকে নিয়ে। সিনিয়র ক্রিকেটারদের সাথে বনিবনা না হওয়া ও গেম প্ল্যান তৈরিতে ব্যর্থ হওয়া সহ নানা গুঞ্জন শোনা যায় শাস্ত্রীর বিরুদ্ধে। ফলে বিশ্বকাপের পর তার সাথে মেয়াদ বাড়ানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড।

নতুন কোচ নিয়োগ দেয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেখানেও হাজার খানেক আবেদন পড়লে সেখান থেকে সংক্ষিপ্ত তালিকায় বেছে নেয়া হয় ছয় জনকে। যেখান থেকে জ দুপুরেইই সাক্ষাৎকার দেয়ার পূর্বে নাম প্রত্যাহার করে নেন ফিল সিমন্স। ফলে বাকি থাকেন মাইক হেসন, টম মুডি, রবিং সিং, লালচাঁদ রাজপুত এবং রবি শাস্ত্রী।

সেখান থেকে ঘোষণা আসে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর উপরেই ভরসা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ শাস্ত্রীর সাথেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »