https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেটে আনপ্রেডিক্টেবল দল হিসেবে বেশ পরিচিতি রয়েছে পাকিস্তানের। তবে এবারের বিশ্বকাপে খুব বেশি সুবিধা করতে পারেনি ইমরান খানের উত্তরসূরিরা। সেমি ফাইনালের আগেই বাদ পড়ে যাওয়ার পর দেশটির ক্রিকেট বোর্ড ঢেলে সাজাচ্ছে সবকিছু। দলের কোচ থেকে শুরু করে অন্যান্য সব দিকেই আসছে রদবদল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রেও এনেছে নতুনত্ব। আগে কেন্দ্রীয় চুক্তির অধীনে ৩৩ জন ক্রিকেটার থাকলেও সেটা কমিয়ে আনা হয়েছে ১৯ জনে। আর নতুন এই চুক্তি থেকে বাদ পড়েছেন একসময় বিশ্ব কাঁপানো মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মত ক্রিকেটাররা।
মূলত বিশ্বকাপে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্স ছিল ম্লান। ব্যাট কিংবা বল কোনোদিকেই আলো ছড়াতে পারেননি এই দুই ক্রিকেটার। ফলে নতুন চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে তাদের।
পিসিবির নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন- সরফরাজ আহমেদ, বাবর আজম এবং ইয়াসির শাহ।
অন্যদিকে ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- আজাহার আলি, আসাদ শফিক, ইমাম উল হক, হারিস সোহেল, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, ওয়াহাব রিয়াজ, শাহিন শা আফ্রিদি।
‘সি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন- উসমান শেনওয়ারি, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, ফখর জামান, আবিদ আলি, হাসান আলি।