সাজিদা জেসমিন »
শুরু হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের আসর। প্রত্যেকটি ম্যাচেই মোটামুটি প্রতিদ্বন্দ্বীতামূলক স্কোর ছিলো। সিলেটের বিপক্ষে শেষ ম্যাচে ২৪রানের ব্যবধানে জয় পেয়েছে ঢাকা প্লাটুন।মিরপুরের পিচ স্পিন সহায়ক ধরা, হলেও এবার ভিন্নরূপে দেখা যাচ্ছে। এ বিষয়টি ভাবাচ্ছে প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।
সিলেটের বিপক্ষে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন তিনি। উইকেট ব্যাটিং সহায়ক হবে এমনটা পূর্বে ধারণা থাকলে একাদশ ভিন্নভাবে সাজাতেন এমনটা মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন- ‘আমি যদি জানতাম যে ঢাকার উইকেট ব্যাটিং সহায়ক হবে তাহলে আমার দল আরেকটু ভিন্নরকম হতো। আমি অনেকটা অবাক হয়েছি এবং এটা প্রশংসার দাবি রাখে যে এমন উইকেট টি- টোয়েন্টিতে পাচ্ছি এবং খুব ভালো রান হচ্ছে।’
উইকেটের কথা ভেবে কৌশলগত পরিবর্তন আনার পক্ষে ছিলেন তিনি। মিরপুরের উইকেট পিচের প্রশংসা করে তাঁর মন্তব্য, ‘যদি এমন উইকেটের কথা জানতাম তাহলে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যেতো। তবে এই ধরণের উইকেটের প্রশংসা করতেই হবে। এমন উইকেট আমরা অনেক বছর ধরে পাইনি।’
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচের ২টিতে জয় পেয়েছে সালাউদ্দিনের দল। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ঢাকা প্লাটুন। আগামী ১৮ ডিসেম্বর (বুধবার) নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেন্জার্স।