পিচের অস্বাভাবিক আচরণে ম্যাচ স্থগিত

সাজিদা জেসমিন »

পিচ খেলার গুরুত্বপূর্ণ অংশ। খেলার মান বা ফলাফল নির্ভর করে পিচের উপর। তাই পিচ সন্তোষজনক হওয়া জরুরি সবার আগে। কিন্তু পিচই যখন অস্বাভাবিক আচরণ করে তখন খেলার অসুবিধে হয়। এমনটাই হয়েছে অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে। অস্ট্রেলিয়ায় জনপ্রিয় এ-ই ঘরোয়া আসরে মুখোমুখি হয়েছিলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া। কিন্তু ম্যাচ ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচের অস্বাভাবিক আচরণের কারণে ম্যাচ স্থগিত করা হয়।

এ-র আগে টস হেরে ব্যাট করতে নেমে বিপক্ষ দলের বাউন্সারে পরাস্ত হচ্ছিলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ধীরে ধীরে সবাই বুঝতে পারেন উইকেট মোটেই সুবিধার নয়। পিচ অস্বাভাবিক আচরণ করছে। আর তখনি ৪০ওভার চলাকালে ৮৯রান নিয়ে সবাই মাঠ ছাড়েন।

পিচের অস্বাভাবিক আচরণে বেশ কয়েকবার বিপজ্জনক বাউন্সারে আঘাত পেয়েছেন মার্শ ও স্টয়নিস। সামনে আসন্ন অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড বক্সিং ডে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এ-ই মাঠে। তাই দুদলেই কিছুটা আতঙ্ক বিরাজমান। তবে মাঠ কিউরেটররা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »