পিএসএলের পুরো আসর হতে যাচ্ছে পাকিস্তানে!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

প্রায় দশ বছর হলো পাকিস্তান তাদের ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে পারছে না। অবশ্য মাঝখানে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এবং উইন্ডিজ দল সিরিজ খেললেও সেখানে যেতে অস্বীকৃতি জানান অনেক ক্রিকেটারই।

পাকিস্তানে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে পিএসএলের গত তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে সেখানেই। বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে হলেও গত আসরের বেশ কিছু ম্যাচ হয়েছে পাকিস্তানের মাটিতে।

পিএসএলের আগামী আসর বসতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে। ২২ মার্চ টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত সূচীতে জানা যায় টুর্নামেন্টের ১১টি ম্যাচ লাহোরে, ৮টি রাওলাপিন্ডিতে, করাচিতে ৯টি এবং মুলতানে হবে ৪টি ম্যাচ।

মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের দৃঢ়তায় পাকিস্তানে ফিরতে যাচ্ছে ক্রিকেট সেটা বোঝাই যাচ্ছে। শেষ পর্যন্ত যদি পাকিস্তান পিএসএলের আগামী আসরের সফল সমাপ্তি ঘটাতে পারে তাদের দেশের মাটিতে তাহলে হয়তো আবারও আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »