নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসরের নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু বাংলাদেশের না অন্যান্য দেশের ক্রিকেটারদেরও নাম প্রকাশ করেছে পিসিবি। এ আসরে খেলোয়াড়রা কোন ক্যাটাগরিতে থাকবে তা নির্দিষ্ট করে দিয়েছে পিসিবি। তালিকায় বাংলাদেশের ১৪ ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। বাকি ১০ জন আছেন গোল্ড ক্যাটাগরিতে।
ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পাওয়া চার ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য ৭৩ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার মার্কিন ডলার।
আর গোল্ড ক্যাটাগরির ১০ বাংলাদেশী হলেন- অলোক কপালি, লিটন দাস, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু ও আমিনুল ইসলাম বিপ্লব। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৪৪ থেকে ৫৮ হাজার মার্কিন ডলার। এ ক্যাটাগরিতে মোট ১৪টি দেশের ১৪৪ জন বিদেশি ক্রিকেটার আছেন। সর্বোচ্চ ৪৮ জন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। অন্যদিকে গোল্ড, সিলভার এবং ইমার্জিং ক্যাটাগরিতে পাকিস্তানের মোট ৩২৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন নিলামে।
পিএসএলের নিলাম আগামী ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্ট শুরু হতে পারে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি থেকে।