নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) এর ৫ম আসর শুরু হবে আগামী বছরের ৭ই মার্চ হতে।৫ম আসরকে সামনে রেখে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হবে চলতি বছরের ৬ ও ৭ ডিসেম্বর।সবকিছু ঠিক থাকলে পিএসএলের ৫ম আসরের প্লেয়ার ড্রাফটে দেখা যাবে ১৪ জন বাংলাদেশী ক্রিকেটারকে। শুরুতে প্লেয়ার ড্রাফটে ৪ জন বাংলাদেশী ক্রিকেটারের নাম থাকলেও নতুন করে আরো ১০ বাংলাদেশী ক্রিকেটারকে ড্রাফটে সংযোজন করেছে পিএসএল কর্তৃপক্ষ।
পিএসএলের প্লেয়ার ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে ৪ বাংলাদেশী ও গোল্ড ক্যাটাগরিতে ১০ বাংলাদেশী ক্রিকেটার সহ মোট ১৪ জন দেশী ক্রিকেটার থাকবে ৬ ও ৭ ডিসেম্বরের প্লেয়ার ড্রাফটে। ডায়মন্ড ক্যাটাগরির ৪ ক্রিকেটার হলেন তামিম ইকবাল,মাহমুদুল্লাহ রিয়াদ,মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন।
এছাড়া গোল্ড ক্যাটাগরির ১০ বাংলাদেশী ক্রিকেটাররা হলেন, মেহেদি হাসান মিরাজ,লিটন কুমার দাস,আবুল হাসান রাজু, আফিফ হাসান ধ্রুব,আল আমিন হোসেন,অলক কাপালী,আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ মিঠুন,মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহম্মেদ।
পিএসলের প্লেয়ার ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম ক্যাটাগরিতে নেই কোন বাংলাদেশীর নাম।
দ্বিতীয় সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৪ বাংলাদেশী ক্রিকেটার।৩য় সর্বোচ্চ গোল্ড ক্যাটাগরিতে ১৪ দেশ থেকে ড্রাফটে আছে ১৪৪ জন ক্রিকেটারের নাম।এরমধ্য সর্বোচ্চ ৪৮ জন ক্রিকেটার ইংল্যান্ডের এছাড়া এই ক্যাটাগরিতে থাকবে ১০ জন বাংলাদেশী ক্রিকেটার।
বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ,দক্ষিন আফ্রিকা,নিউজিল্যান্ড,জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র,আফগানিস্তান,স্কটল্যান্ড,আয়ারল্যান্ড,নেদারল্যান্ড,ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা স্থান পেয়েছে পিএসএলের এবারের প্লেয়ার ড্রাফটে।