নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করেই যোগ দেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সাকিবকে দলে ভিড়িয়েছিল পিএসএলের দল পেশাওয়ার জালমি। দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন টাইগার অলরাউন্ডার। তবে টুর্নামেন্টে আর কোন ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের।
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশাওয়ারের হয়ে মাঠে নামার কথা ছিল সাকিবের। তবে পারিবারিক কারণে হুট করেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে এ তারকা ক্রিকেটারকে। সাকিবের বদলি হিসেবে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিয়েছে জালমি।
এক বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পেশাওয়ার জালমির সাকিব আল হাসান পরিবারের গুরুত্বপূর্ণ কাজে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তার পরিবর্তে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে পেশাওয়ার দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।’
সাকিবের আবারও ফেরার বিষয়ে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশি এই অলরাউন্ডার পাকিস্তানে সুপার লিগের প্লে অফে আবারো ফিরে আসবেন যদি পেশাওয়ার জালমি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে।’
এস.আর/নিউজক্রিকেট২৪