পাড়ার বড় ভাই তামিম!

নিউজ ডেস্ক »

শিরোনাম দেখে ঘাবড়ে গেছেন? যাওয়ারই কথা। প্রশ্ন আসতে পারে তামিম আবার পাড়ার বড় ভাই হলো কবে! তবে এই কথাটা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই।

দলে সব থেকে ভালো ইংরেজি বলতে পারেন তামিম ইকবাল খান। শৈশবে চট্টগ্রাম নগরীর ইংলিশ মিডিয়াম স্কুল চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুল থেকে লেখাপড়া শুরু। সে হিসেবে ইংরেজিতে তার দক্ষতাও বেশি অন্যান্য খেলোয়াড়ের তুলনায়। সুতারাং মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিটা কথার জবাব দিতে পারেন বেশ ভালোভাবেই।

ক্রিকেটে স্লেজিং এখন হরহামেশাই দেখা যায়। প্রতিপক্ষ খেলোয়াড়দের মানসিক ভাবে ভেঙে দেয়ার জন্য খেলোয়াড়রা স্লেজিংকে হাতিয়ার হিসেবে নেন। আর এই স্লেজিংয়েই অনেক সময় প্রতিপক্ষ খেলোয়াড়রা বেশকিছু বড় ভুল করে থাকেন।

সম্প্রতি দেশের সিনিয়র সাংবাদিক নোমান মোহাম্মদের সাথে লাইভে আসেন মাশরাফি বিন মুর্তজা। তাকে এক সময় প্রশ্ন করা হয়- জাতীয় দলে স্লেজিং করে কে বেশি? জবাবে মাশরাফি জানান তার ইংরেজির অবস্থা তেমন ভালোনা তাই তিনি তেমন করেননা। তামিমই বেশি স্লেজিং করে। আর উদাহরণ হিসেবে টেনে আনেন ২০১৬ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে এক ঘটনাকে।

মাশরাফি বলেন, ‘স্লেজিং আমাদের মধ্যে সব চেয়ে বেশি করে তামিম। আমি অত বেশি ইংরেজি পারিনা। মুশফিক, রিয়াদ, সাকিব এরা তেমন একটা স্লেজিং করেনা। তামিম বেশ ভালো ইংরেজি পারে। সে হচ্ছে পাড়ার বড় ভাইয়ের মত। ছোটদের কেউ কিছু করলে পরের দিন পাড়ার বড় ভাইদের ডেকে এনে যেরকম ভাব দেখায় ওইরকম।’

ঘটনা হিসেবে মাশরাফি বলেন, ‘২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে আমরা খুব জেতা একটি ম্যাচ হেরে গিয়েছিলাম সিরিজের প্রথম ম্যাচে। ওই ম্যাচ হারার পর আমাদের জুনিয়র খেলোয়াড়দের অনেকটা অপমান করে কথা বলেছিলো ইংল্যান্ডের খেলোয়াড়েরা৷ তার জবাব হিসেবে আমরা পরের ম্যাচ বেছে নিয়েছিলাম। যেখানে তামিম তাদের স্লেজ করার সব প্রস্তুতি নিয়েছিলো। ইংলিশদের দূর্বলতা সম্পর্কে আমাদের তখনকার ফিল্ডিং কোচ থেকে জেনে নিয়েছিলো সে। ফিল্ডিং কোচ এলেক্স ছিলেন ইংরেজ। ম্যাচের দিন তামিম ছোটদের বদলা নিতে হেসে হেসে কথা বলছিলো। আর এতেই খেপে গিয়েছে জনি বেয়ারস্টো আর জস বাটলার। স্টোকসের সাথে কিছু হয়নি আমাদের। কিন্তু তারা তামিমের কথায় এতটাই অপমানিত হয়েছে যে খেলা শেষে স্টোকস তামিমকে হাতে আঘাত দেয়ার চেষ্টা করে।’

শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকেও তামিম চুপ করিয়ে দিয়েছিলো জানিয়ে মাশরাফি আরো বলেন, ‘একবার সাঙ্গাকারা আমাদের অনেক কিছুই বলছিলো মাঠে। তামিম তাকে শুধু বলেছিলো তুমি নিজের সম্মান হারাচ্ছো। আর এতেই সাঙ্গাকারা চুপ হয়ে গিয়েছিল।’

বাংলাদেশ সময়ঃ ৭:৩৫ এএম

নিউজ ক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »