পাহাড় সমান লক্ষ্যে কোন বিপর্যয় ছাড়াই মধ্যাহ্ন বিরতিতে টিম টাইগার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে সকালের সেশনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পড়ে শুরু হয় চতুর্থ দিনের খেলা। চালকের আসনে থাকা আফগানিস্তান আগের দিনের ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে। বৃষ্টির বাঁধার পড়ে তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বোলিং। স্কোরবোর্ডে আর মাত্র ২৩ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় সফরকারীরা। প্রথম ইনিংসে পাওয়া ১৩৭ রানের বিশাল লিডের কল্যাণে স্বাগতিক বাংলাদেশকে ৩৯৮ রানের পাহাড় সমান লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল আফগানিস্তান।

৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সকালের সেশনে মাত্র ৯ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কোন বিপর্যয় ছাড়াই স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও লিটন দাস। টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মত এই ইনিংসে ওপেনিংয়ে দেখা গেল লিটন দাসকে। আগের ইনিংসে সুযোগ পেয়ে ব্যর্থ হওয়া সৌম্য সরকার ব্যাট করবেন মিডল অর্ডারে। মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে সাদমান ইসলাম ২১ আর লিটন দাস ৯ রান করে অপরাজিত আছেন।

অন্যদিকে আজ আফগানদের বাকি দুই উইকেটের একটি তুলে নিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান। শেষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা জহির খানকে মমিনুল হকের ক্যাচে পরিণত করেন মেহেদী। আর অন্যটি হয়েছে রান আউট। লিটন দাসের দারুণ এক থ্রো’তে রান আউট হয়ে মাঠ ছাড়েন ইয়ামিন। বৃষ্টি বাঁধায় খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় পাল্টে গেছে চতুর্থ দিনের সময়ের হিসেব। নতুন করে আর বৃষ্টির বাঁধা না আসলে বিকেল ৩ টা ৩০ মিনিটে হবে চা বিরতি এবং আজকের খেলা চলবে বিকেল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত।

স্কোর আপডেট: আফগানিস্তান ২য় ইনিংস: ২৬০/১০ (ইব্রাহিম ৮৭, আসগর ৫০, জাজাই ৪৮*, সাকিব ৫৮/৩, মেহেদী ৩৫/২, তাইজুল ৮৬/২, নাঈম ৬১/২) বাংলাদেশ ২য় ইনিংস : ৩০/০ (সাদমান ২১*, লিটন ৯*, রশিদ ৩/০, ইয়ামিন ১৪/০, নবী ১৩/০)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »