পারল না বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমবারেরমত আফগানিস্তানের বিপক্ষে খেলা চট্টগ্রাম টেস্ট বাঁচাতে পারল না বাংলাদেশ। সফরকারীদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব বাহিনী।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৩৯৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল আফগানিস্তান। ম্যাচ বাঁচাতে শেষ দুই দিনে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হতো বাংলাদেশকে। কিন্তু ব্যাটের তালমিল কিংবা বৃষ্টির বাগড়াতেও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ।

বৃষ্টির কারণে দুই দিনে আড়াই শেষণ ভেস্তে গেলেও আজ ম্যাচের শেষ দিনের শেষ শেষণে খেলা শুরু হওয়ার প্রথম বলেই বাজে শটে আউট হয়ে যান অধিনায়ক সাকিব আল হাসান। যদিও ম্যাচ বাঁচাতে ৪ উইকেট হাতে নিয়ে ৭০ মিনিট টিকতে হতো বাংলাদেশকে। আর ওভারের হিসেবে অন্তত ১৮.৩ ওভার খেলা হওয়ার কথা ছিল।

কিন্তু জহির খানের অফ স্টাম্পের বাইরের বলটা কাট করতে গিয়েছিলেন সাকিব। বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা হয় উইকেটকিপারের গ্লাভসে। আউট হওয়ার আগে ৫৪ বলে ১ চারের সাহায্যে ৪৪ রান করেন সাকিব আল হাসান।

এরপর ক্রিজে সৌম্য সরকারের সাথে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যথেষ্ট সফলও ছিলো দুজনের অষ্টম উইকেট জুটি। কিন্তু মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে ৮.৫ ওভারের প্রতিরোধ ভাঙেন আফগান অধিনায়ক রশিদ খান।

রশিদের গুগলিটা ঠিকমতো বুঝতে পারেননি। এলবিডব্লুউ’র শিকার হয়ে রিভিউ নিয়েছিলেন মিরাজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। উল্টো দলের দ্বিতীয় ও শেষ রিভিউটা নষ্ট করেন মিরাজ। এরপর আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে সাজঘরে ফিরেন তাইজুল ইসলাম। রিভিউ না থাকায় আফসোস নিয়ে মাঠ ছাড়েন তাইজুল।

দিনের সম্ভাব্য ৩.২ ওভার বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান সৌম্য সরকার। রশিদ খানের বল সামনের পায়ে ডিফেন্স করেছিলেন সৌম্য। ক্যাচ চলে যায় শর্ট লেগে ইব্রাহিম জাদরানের হাতে। ৫৯ বলে ১৫ রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। জয়ের আনন্দে মাতে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস ৩৪২ ও ২য় ইনিংস ২৬০
বাংলাদেশ ১ম ইনিংস ২০৫ ও দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ৩৯৮) ১৭৩
ফল: আফগানিস্তান ২২৪ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »