পারল’না বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তীরে এসে তরী ডুবানো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্বভাবেই পরিণত হয়েছে। বারংবার বড় মঞ্চে শিরোপার দোরগড়ায় থেকে ফিরে আসে। এবার সেই পথেই হাঁটলেন বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল।

ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠেয় আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালটা রাঙাতে পারেনি তো লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপপর্বের লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ ফাইনালে হেরেছে সেই পাকিস্তানের কাছেই।

শুক্রবারের ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফলে আরেকবার শিরোপা বঞ্চিত বাংলাদেশ।আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভার আগে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে প্রথমবারের মতো ‘ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ-২০১৯’ আয়োজন করে ইংল্যান্ড। মূলত আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে এই অন্যরকম আয়োজন।

দুটি গ্রুপে অংশ নিয়ে লড়াই করে মোট আটটি দল। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »