পাপনের হাত ধরেই টেস্ট স্ট্যাটাস রক্ষা হয় বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী মাসে প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এবারই প্রথম ভারতের মাটিতে টেস্ট সিরিজ আয়োজন করতে সফল হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে অবশ্য অনেক কষ্টে একটি টেস্ট আয়োজনের ব্যবস্থা করেছিলো বোর্ড।

২০১২ সালে সে সময়ের সভাপতি আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেলে সভাপতির আসনে উন্নিত হোন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে গত ৭ বছরের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন তিনি। গতকাল ক্রিকেটাররা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধর্মঘট করলে সব কিছু নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। তিনি দায়িত্ব পাওয়ার সময় করুণ অবস্থা ছিলো টেস্ট ক্রিকেটে বড় দেশ গুলো খেলতে চাইতো না। তার হাত ধরেই সেটি শক্ত করে আঁকড়ে ধরে রাখে সভাপতি পান সাহেব বলে জানান তিনি।

এছাড়া তিনি বলেন, ‘অনেক কষ্টে ভারতে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যাচ্ছি । এখন থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশীপ যাত্রা। আর এমন সময় তারা আন্দোলন করে বসলো। আমি যখন দায়িত্ব পাই তখন আমাদের সাথে কেউ খেলতে চাইতো না। সবাই বলতো যেন আমাদের বাদ দেয়া হয় টেস্ট থেকে। এত কষ্ট করে আজ এখানে নিয়ে আসলাম আর কেবলই টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু। এমন হয় ক্রিকেটাররা আন্দোলন করলো।’

নাজমুল হাসান পাপন বিশ্বাস করেন ক্রিকেটাররা ধর্মঘট ভেঙ্গে আবারও মাঠে আসবে আর ভারত সফরে যাবে। তিনি বলেন, ‘আমি আশা করি ভারত সফরের আগে ক্যাম্পে ক্রিকেটাররা ফিরবে আর ভারত সফরে তারা যাবে। ক্রিকেটের উন্নয়নে তারা এগিয়ে আসবে তারাও কাজ করবে ক্রিকেটের উন্নয়নে। গুটি কয়েক টাকার জন্য তারা ক্রিকেটের সর্বনাশ ডেকে আনবে না আমি এটা বিশ্বাস করি। তবে কি হবে সেটা অচিরেই দেখতে পাবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »