https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ হিসেবে ধরা হয়ে থাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে। বিশেষ করে রঙিন পোশাকে রোহিত শর্মার সাথে যোগ্য সঙ্গী হিসেবে শিখর ধাওয়ানের জুড়ি মেলা ভার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অজিদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েছেন ধাওয়ান। দলে ভারতীয় টপ অর্ডার কিছুটা ভঙ্গুর অবস্থায়ই ছিল।
এদিকে ধাওয়ানের ইনজুরিতে পড়ার ফলে ভারত থকে উড়িয়ে নেয়া হয়েছে তরুণ রিশাব পান্তকে। ওপেনিংয়ে শূন্যস্থান পূরণ করার পরিকল্পনা ছিল লোকেশ রাহুলকে দিয়ে। আর মিডল অর্ডারে হয়তো দেখা যেত পান্তকে। তবে জটিলতা দানা বেধেছে পান্তকে একাদশে অন্তর্ভূক্ত করা নিয়ে।
আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার চোটগ্রস্ত হলে তার বদলি ক্রিকেটার যখন দলে যোগ দিবেন তখন ওই চোটগ্রস্ত ক্রিকেটার যদি সুস্থও হয়ে যায় তাহলেও আর দলের হয়ে খেলতে পারবেন না। অন্যদিকে পান্ত ইংল্যান্ডে গেলেও এখনও পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। ফলে টিম ম্যানেজমেন্টের মধ্যেই ধাওয়ানকে নিয়ে দেখা দিয়েছে দুইটি ভাগের। ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলি ধাওয়ানের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইলেও নির্বাচকরা তাড়াহুড়া করেই পাঠিয়ে দিয়েছে পান্তকে! এমন তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিসিসিআইয়ের এক কর্তার সূত্র দিয়েই এমন সংবাদ প্রকাশ করেছে তারা। সূত্রটি জানায়, ‘ধাওয়ানের পরিবর্তে অন্য কাউকে দলে নেয়া মানে ধাওয়ানের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ভারত যদি সেমি ফাইনালেও পৌঁছে যায় তাহলেও না। ধাওয়ানের হাতের দিকে তাকালে দেখবেন যে, প্লাস্টার করা। ব্যাপারটা মোটেও ভালো কিছু নয়।’