পাঞ্জাব কিংসে যোগ দিলেন বাংলাদেশের ‍সাবেক কোচ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি আসর শুরুর আগে ড্যামিয়েন রাইটকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব কিংস। বাংলাদেশের সাবেক বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্টের বদলি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১২ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাঞ্জাব।

ল্যাঙ্গাভেল্টের মতো বাংলাদেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে রাইটেরও। তবে সেটা ‍যুব দলের হয়ে। ২০১৮ সালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ। এ ছাড়া নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

পাঞ্জাবের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত রাইট। এ প্রসঙ্গে তিনি বলেন,”পাঞ্জাব কিংস বোর্ডের বোলিং কোচ হয়ে আসতে পেরে আমি আনন্দিত। দারুণ একটি দল এবং স্কোয়াডে অসাধারণ সক্ষমতা। আমি আইপিএলের এই মৌসুমে দুর্দান্ত একটি সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’’

আইপিএলের এবারের মৌসুমে শুরুর আগে প্রধান কোচ অনিল কুম্বল, ফিল্ডিং কোচ জন্টি রোডস, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর ও সহকারী কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে যোগ দেবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »