পাকিস্তান সফরে যেতে প্রয়োজন মন্ত্রণালয়ের সম্মতি

মমিনুল ইসলাম »

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ঘোলাটে জল যেন পরিষ্কার হচ্ছেই না। পাকিস্তানের একগুয়ে অবস্থা নিয়ে যখন দ্বিধা দ্বন্দে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখন ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন অন্যকথা। জানালেন পাকিস্তান সফরে যেতে হলে মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে বিসিবিকে।

পাকিস্তান সফর নিয়ে বিসিবি পাকিস্তানকে জানিয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে ইচ্ছুক তারা। তবে টেস্ট খেলতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার প্রস্তাব বিসিবির তবে এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে পিসিবি। এসব নিয়েই যখন বিসিবি ও পিসিবির মাঝে তর্ক-বির্তক । সেখানে নতুন করে যুক্ত হলো নতুন ইস্যু।

সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল জানান, বিসিবিকে পাকিস্তান সফরে যেতে হলে মন্ত্রণালয় থেকে সম্মতি নিতে হবে। আর মন্ত্রণালয়ের সম্মতি না পেলে পাকিস্তান সফরে যাওয়া হবে না। আমরা খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তার ভিত্তিতে পাঠাতে চাই।

জাহিদ হাসান রাসেল বলেন, ‘ সরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা চলছে। গত একটি সিরিজেও দুর্ঘটনায়র স্বীকার হয়েছিলো ক্রিকেটাররা। টসব নিয়ে তাদের পরিবার চিন্তিত থাকে। এই সফর নিয়ে বিসিবি যেই সিদ্ধান্তই নিক না কেন খেলোয়াড়দের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে তাদেরকে পাঠানো হবে না। ‘

পাকিস্তান সফর নিয়ে আইসিসির কোন নির্দেশনা আসলে তাও দেখবে মন্ত্রণালয়। আর বিসিবির পাশে সবসময় থাকার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যুতে কোন ছাড় হবে না। আইসিসি যদি এ নিয়ে কোন নির্দেশনাও পাঠায় তাও দেখবে মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার সবসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে থাকবে। ‘

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »