নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের ঘরের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৩ ম্যাচ ওয়ানডে ও ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায় শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজটা স্বাগতিক পাকিস্তান জিতলেও, টি-টোয়েন্টি তে লংকাদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
এবার শ্রীলঙ্কার পর পাকিস্তান সফর করবে বলে ইচ্ছে প্রকাশ করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের আন্তর্জাতিক টেস্ট অভিষেক ম্যাচটি হয়েছিলো পাকিস্তানের বিপক্ষে ২০১৮ সালে মে মাসের ১১ তারিখ দ্য ভিলেজ মাঠে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলো পাকিস্তান, তাই এবার পাকিস্তান সফর করতে আগ্রহী আয়ারল্যান্ড।
শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের হোম সিরিজটি সফল ভাবে শেষ হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘরের মাটিতে সিরিজ আয়োজন করতে মরিয়া হয়ে আছে। সেখানে স্বেচ্ছায় ইচ্ছা প্রকাশ করেছে আইরিশরা, তাই বুঝায় যাচ্ছে তাদের পাকিস্তান সফর অনেকটাই নিশ্চিত।
আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ও বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককুলাম কিছু দিন আগে নিরাপত্তা পরীক্ষা করতে পাকিস্তান সফর করে এসেছেন। তারা জানান যে, ‘আগে থেকে অনেক ভালো নিরাপত্তা দিবে পাকিস্তান, তাতে আমরা সন্তুষ্ট’।
ডিউট্রন বলেন- পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আগ্রহ পেলে আয়ারল্যান্ডের সফর নিশ্চিত করবে। পাকিস্তান তাদের আবদার পূরণ করবে, কেননা পুরোদমে ঘরের মাটিতে ক্রিকেট ফিরাতে প্রস্তুত পিসিবি। তিনি আরো জানান, ‘পিসিবি থেকে সু-খবর পেলে যত দ্রুত সম্ভব সিরিজ আয়োজনের সব কিছু নির্ধারিত করবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ‘