https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আজ থেকে দশ বছর আগে যখন শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল তখনই নারকীয় জঙ্গী হামলা হয় তাদের উপর। লঙ্কানদের টিম বাসে ওই হামলার পর থেকেই মূলত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা থেকে নির্বাসিত রয়েছে তারা।
ঘরের মাঠ হিসেবে তখন থেকেই সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আসছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর লক্ষ্যে পিএসএলের বেশ কিছু ম্যাচ, বিশ্ব একাদশের সাথে ম্যাচ কিংবা উইন্ডিজ ও জিম্বাবুয়ের মত দলগুলো পাকিস্তান সফর করলেও আইসিসির পক্ষ থেকে সম্পূর্ণ সবুজ সিগনাল পায়নি পাকিস্তান।
তবে এবার আটঘাট বেধেই নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল (শনিবার) পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে ঠিক কতটা ম্যাচ খেলবে দুই দল সে ব্যাপারে এখনও নিশ্চিত করা হয়নি। তাছাড়া ২০২২ সালে ইংল্যান্ড দলও পাকিস্তানে যাচ্ছে সিরিজ খেলার জন্য!
অন্যদিকে এশিয়া কাপের আসন্ন আসরটি পাকিস্তানে আয়োজনের কথাও জানানো হয়েছিল বেশ কিছুদিন আগেই।