চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »
দীর্ঘদিন জলঘোলা করার পরও শেষ পর্যন্ত পূর্নাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। পৃথক তিনটি সফরে ৩টি টি-টোয়েন্ট, ২ টেস্ট এবং এক ওয়ানডে রয়েছে সূচিতে। এই সফরের বিনিময়ে বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের সুযোগ করে দিতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, এই সফরের বিনিময়ে এশিয়া কাপ আয়োজন বাংলাদেশের উপর ছেড়ে দিবে তার দেশ। রাজনৈতিক বৈরীতার কারনে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে অংশ নিবে না ভারত, তা নিশ্চিতভাবেই বলা যায়। আর ভারতের অনুপস্থিতি এত বড় টুর্নামেন্ট আয়োজনের দিকে পা বাড়াতে চাইবে না আইসিসিও।
তাই সবকিছু বিবেচনায় এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব বাংলাদেশের উপর অর্পিত হওয়ার শঙ্কা রশিদ লতিফের। তিনি বলেন, ‘বাংলাদেশকে সফরের জন্য রাজি করাতে পারায় পিসিবিকে অভিনন্দন। তবে সফরটি পৃথক হয়ে যাওয়ায় তা ক্ষতির কারন হতে পারে। ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ, বিশ্ব একাদশ এবং অন্যান্য দল ঠিকই পাকিস্তান সফর করে গেছে। কিন্তু বাংলাদেশের এবারের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
রশিদ আরো বলেন, ‘এই সফরে যাওয়ার বিনিময়ে বাংলাদেশ হয়ত এশিয়া কাপ আয়োজনের দাবিও করে বসতে পারে। এ সফর অর্জনের পেছনে আমরা কিছু হারাতে যাচ্ছি কিনা তা দেখতে হবে। এটা উদ্বেগের কারন। তবে এশিয়া কাপ পাকিস্তানে না হলে, বুঝতে হবে এখানে চুক্তি হয়েছে।’