পাকিস্তান যাওয়ার অনুমতি মেলেনি জিম্বাবুয়ের হেড কোচের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ে দলের সাথে পাকিস্তান সফরে যেতে পারেননি জিম্বাবুয়ের হেড কোচ লালচান্দ রাজপুত। মূলত ভিসা জটিলতার কারণেই তিনি পাকিস্তান যেতে পারেননি। ফলে জিম্বাবুয়ের এই সফর হেড কোচকে ছাড়াই করতে হচ্ছে।

ভারত পাকিস্তান ভিসা জটিলতা নতুন কিছুনা। জিম্বাবুয়ের হেড কোচ লালচান্দ রাজপুত একজন ভারতীয়। তবে তাকে পাকিস্তান কতৃপক্ষ থেকে পাকিস্তান সফরের অনুমতি দেয়া হয়েছে। তবে ভারতীয় মিনিস্ট্রি থেকে পাকিস্তান সফরের অনুমতি পাননি লালচান্দ।

সফরে যাওয়ার আগেও জিম্বাবুয়ের ক্যাম্পে উপস্থিত ছিলেন তিনি। তবে পাকিস্তান ভারতের ভিসা জটিলতায় অন্য নাগরিকদের মত তাকেও পরতে হয়েছে। তবে পিসিবি আসা করেছিলো লালচান্দ এই সফর করতে পারবেন।

জিম্বাবুয়ে দল ইতিমধ্যে পাকিস্তান পৌছেঁ গিয়েছে। তারা সেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে শুরু হবে ৩০ অক্টোবর।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »