পাকিস্তান না গেলে মুশিকে একাদশ থেকে বাদ দেওয়ার হুমকি বিসিবি বসের

আওলাদ হোসেন »

জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ম্যাচের আগে মুশফিক কে ডেকে নিয়ে বোর্ড সভাপতির বার্তা পৌছে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে সেখানে উপস্থিত ছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গোও।

জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে বলা হয় পাকিস্তান সিরিজে না গেলে ২য় ম্যাচ থেকেই বসে থাকতে হবে মুশফিককে।

যদিও শোনা যাচ্ছে পাকিস্তান সফরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে ৩য় ম্যাচের একাদশ সাজানোর কথা থাকলেও তা কার্যকর করা হবে ২য় ম্যাচ থেকেই। আর এমন ভাবনার কথাই নাকি জানিয়ে দিয়েছেন সভাপতি। এমন সিদ্ধান্ত অবশ্য মানতে নারাজ প্রধান কোচ। তিনি চান সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর একাদশে পরিবর্তন আনতে।
এ ব্যাপারে মুশফিকের কোনো মন্তব্য জানা যায় নি। প্রধান নির্বাচকও এ ব্যাপারে কথা বলতে নারাজ। তবে বিসিবির এক ঘনিষ্ঠ মহল থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

আরো জানা গেছে যে, শত চাপেও মুশফিক তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। তিনি তার সিদ্ধান্তে অনড়। পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার সময় বিসিবি সভাপতি বলেছিলেন কেউ যদি পাকিস্তান যেতে না চায় তিনি জোর করবেন না। তখনই মুশফিক লিখিত আবেদন করে বোর্ডকে জানিয়েছিলেন তিনি পাকিস্থান যাবেন না। তবে গুঞ্জন আছে জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি হাকানোর পর বোর্ড কর্তাদের অনুরোধে তিনি পাকিস্তান যেতে নাকি রাজিও হয়েছিলেন।

যদিও পরে মুশফিক আবারো জানিয়েছেন পাকিস্তান সফরে তিনি যাচ্ছেন না।

সূত্রঃ বিডি নিউজ ২৪ ডট কম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »