পাকিস্তান দলে আসছেন বেন স্টোকস!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ক্রিকেটার কে? এমন প্রশ্ন যদি করা হয় আম ক্রিকেট ভক্তকে তাহলে সহজেই উত্তরে মিলবে ‘বেন স্টোকস’ এর নাম। গত বিশ্বকাপের ফাইনালে তার হাত ধরে প্রথমবারের মত শিরোপা জিতে ইংলিশরা। অন্যদিকে হেডেংলি টেস্টে অজিদের হারিয়ে দুর্দান্ত যে জয়টি উপহার দিয়েছেন তিনি এতে করে আলোচনায় উঠে আসাটা অস্বাভাবিক কিছুই নয়।

স্টোকসের এমন পারফরম্যান্স নিয়ে যখন পুরো বিশ্ব আলোচনায় মেতেছে তখন বাদ যাননি পাকিস্তানের অলরাউন্ডার আজাহার আলি। স্টোকসের প্রশংসা করে আজাহার বলেন, ‘সবাই সেই ইনিংসটা দেখেছি। স্টোকস যেভাবে ম্যাচটা জিতে নিয়েছে সবার উচিত তাকে অভিনন্দন জানানো। বর্তমান সময়ে স্টোকস একজন উঁচু মানের অলরাউন্ডার। যে বিশ্বকাপও জিতেছে। তার মত দ্বিতীয় কোনো খেলোয়াড় পাওয়া সত্যিই কঠিন। এমনকি ইংল্যান্ডও পরিবর্তিত খেলোয়াড় খুঁজে পাবে না।’

পাকিস্তান দলেও একজন ‘বেন স্টোকসকে’ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ম্যাচ শেষ করে আসতে পারেন এমন খেলোয়াড় পাকিস্তান দলেও আছে। তবে স্টোকসের মানের খেলোয়াড় পাওয়া কঠিন। তবে দ্রুতই নিজেদের বেন স্টোকস পেয়ে যাবে পাকিস্তান এমনটাই আশা করছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »