পাকিস্তান তো ম্যাচ হেরে গেছে প্রথমার্ধেই

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নেমেছিল উইন্ডিজ ও পাকিস্তান। প্রথমে ক্যারিবিয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর তারা ম্যাচ জিতে নিয়েছে মাত্র ১৩.৪ ওভারে।

পাকিস্তানের দেয়া ১০৬ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে পাক বোলারদের নিয়ে ছেলেখেলায় মাতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ওপেনার শাই হোপ খুব বেশি সুবিধা করতে না পারলেও ৩৪ বলের মোকাবেলায় অর্ধশতক তুলে নেন ক্রিস গেইল। অন্যদিকে নিকোলাস পুরান খেলেন ১৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস। মাত্র ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

পাকিস্তানের হয়ে বল হাতে একাই তিনটি উইকেট নেন মোহাম্মদ আমির।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান প্রথম উইকেট হারায় দলীয় ১৭ রানে। এরপর বাবর আজম ও ফখর জামান কিছুটা চাপ সামাল দেয়ার চেষ্টা করলেও হন ব্যর্থ। দলের বাকি ব্যাটসম্যানরা যেকের পর এক যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। ক্যারিবিয়ান বোলারদের গতির কাছে এদিন মাথা নত করেই মাঠ ছাড়তে বাধ্য হন পাকিস্তানি ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন ক্রিজে এসে কতক্ষণে ফিরে যাবেন ড্রেসিং রুমে সেই প্রতিযোগিতায় নামেন। শেষের দিকে ওয়াহাব রিয়াজের ১১ বলে ১৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২১.৪ ওভার টিকে থেকে সাকুল্যে ১০৫ রান তোলে পাকিস্তান। এদিন পাকিস্তানের ৭ ব্যাটসম্যানই নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে ব্যর্থ হন।

উইন্ডিজের পক্ষে বল হাতে ওশনে থমাস ৪টি, জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি এবং কটরেলের পকেটে যায় ১টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »