পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক ছিন্ন করলেন ইনজামাম

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপ পাকিস্তান দল শুরুটা মোটেও সুবিধা করতে পারেনি। প্রস্তুতি ম্যাচ থেকেই ধুকছিল দলটি। তবে শেষের দিকে এসে প্রায় সেমি ফাইনাল নিশ্চিত করেই ফেলেছিল সরফরাজের দলটি। যদিও রান রেটের হিসেবে ছিটকে পড়তে হয়েছে।

আনপ্রেডিক্টেবল হিসেবে খ্যাত পাকিস্তান দল গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনোমতে অংশ নিয়ে তারা ট্রফি জিতে নেয়। যেখানে অবদান ছিল দলটির নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের। তবে মেয়াদ শেষ হবার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

বুধবার (১৭ জুলাই) তিনি তার পদত্যাগ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেন। ইনজামাম বলেন, ‘গত তিন বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব পালন করেছিলাম। নতুন করে চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। ২০২০ সালে টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালে আরও একটি বিশ্বকাপ আছে। আমি মনে করি সঠিক পরিকল্পনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড একজন নতুন নির্বাচক নিবে।’

উল্লেখ্য, ইনজামাম উল হকের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হবার কথা চলতি মাসের ৩১ তারিখ। কিন্তু এর মাত্র অল্প কয়েকদিন আগে এমন করে পদত্যাক কোন চোখে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটাই বড় ব্যাপার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »