পাকিস্তান ক্রিকেটের গৌরব ধরে রাখতে চান আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপে দলের ভরাডুবির ফলে চরম সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ অবস্থায় দেশে ফিরেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়েন তিনি। বুধবার (১৫ নভেম্বর) বাবর দায়িত্ব ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নতুন করে টি-২০ ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয়েছে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। দায়িত্ব পেয়ে আফ্রিদি জানিয়েছেন, মাঠের ক্রিকেটে পাকিস্তানের গৌরব ধরে রাখতে কাজ করবেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইট) আফ্রিদি লিখেন, ‌‘পাকিস্তানের-টোয়েন্টি ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »