পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিসিবির খরচ প্রায় চার কো‌টি টাকা!

শোয়েব আক্তার »

তিন‌টি টি-টুয়েন্টি, দু‌টি টেস্ট ও এক‌টি ওয়ান‌ডে খেল‌তে আগামী চার মা‌সে তিনবার পা‌কিস্তান সফর কর‌বে বাংলা‌দেশ। আইসি‌সি’র মধ্যস্ততায় বাংলা‌দেশ-পা‌কিস্তা‌নের এমন অদ্ভুদ সূ‌চি তৈ‌রি ক‌রে‌ছে বি‌সি‌বি ও পি‌সি‌বি। আর এই সফ‌রে শুধু বিমান ভাড়া বাবদ প্রায় চার কো‌টি টাকা খরচ পড়‌বে বি‌সি‌বি’র!

বাংলা‌দেশ থে‌কে পাকিস্তানে যাওয়ার জন্য সরাস‌রি কোন ফ্লাইট চালু নেই। ফ‌লে, বাংলা‌দেশ থে‌কে পা‌কিস্তা‌নে যে‌তে হ‌লে দোহা বা দুবাই হয়ে যেতে হয়। এক্ষে‌ত্রে দুই-তিন ঘণ্টার জায়গায় লেগে যায় ১০-১২ ঘণ্টা। অতি সংক্ষিপ্ত সফরে খেলতে যেতে এমন ঝক্কি পোহাতে চায়নি বাংলাদেশ দল। তাই টাইগারদের লাহোর যাত্রায় করা হয়েছে বিশেষ ব্যবস্থা। তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খরচও বেড়ে যাচ্ছে ক‌য়েক গুণ!

আজ রাত আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া করা বিমানে (চার্টার্ড ফ্লাইট) ঢাকা থেকে সরাসরি লাহোর যাবেন ক্রিকেটাররা। আড়াই ঘণ্টার ভ্রমণ শেষে বাংলাদেশ দল লাহোরে পৌঁছাবে রাত সাড়ে দশটায়।

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘মেঘদূত’- এ চেপে লাহোর যাবেন খেলোয়াড়, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফরা ও বো‌র্ডের কর্মকর্তা’রা। অন্য কোনো যাত্রী না থাকায় ১৬২ আসনের বিমানের বেশিরভাগ আসনই পড়ে থাকবে ফাঁকা। লাহোরে বাংলাদেশ দলকে নামিয়ে ফাঁকা ফিরতে হবে এই উড়োজাহাজকে। আগামী ২৮ তারিখ আবার ফাঁকা উড়ে গিয়ে নিয়ে আসতে হবে দলকে। এতে বিসিবিকে গুণতে হচ্ছে মোটা অঙ্কের বাড়তি টাকা।

জানা গেছে, এই দফায় যাওয়া-আসা মিলিয়ে বিসিবির খরচ হবে দেড় লাখ মার্কিন ডলার যা বাংলাদে‌শি মুদ্রায় এক কোটি ২৭ লাখ টাকারও বেশি!

এখা‌নেই শেষ নয়, নিরাপত্তার শঙ্কায় বিশেষভাবে আয়োজিত এই সফরে বাংলাদেশকে যেতে হবে আরও দুই ধা‌পে। অর্থাৎ আরো দুইবার ১ কোটি ২৭ লাখ টাকা ক‌রে যাবে বিসিবির পকেট থেকে। সব মিলিয়ে পাকিস্তান সফরে বাংলাদেশের শুধু আসা-যাওয়ার খরচ পড়‌বে মোট ৩ কোটি ৮১ লাখ টাকা!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »