https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে ইতোমধ্যে নিজদের চারটি ম্যাচ খেলে ফেলেছে অস্ট্রেলিয়া। যেখানে ভারতের বিপক্ষে হার ছাড়া বাকি তিনটিতেই জয়ের হাসি হেসেছে অ্যারোন ফিঞ্চের দল। সব শেষ গতকাল (১২ জুন) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফিঞ্চের ৮২ রানের পর ডেভিড ওয়ার্নারের ১০৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই অজিদের রান তিন’শ ছাড়ায়।
অন্যদিকে অজি বোলারদের যথাসময়ে উইকেট নেয়ার পর পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাইউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডের পর পুনরায় জাতীয় দলে ফেরার পর ডেভিড ওয়ার্নার হাঁকিয়েছেন সেঞ্চুরি। হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও। তাইতো সংবাদ সম্মেলনে এদিন দলের পক্ষ থেকে হাজির হন ওয়ার্নারই।
ম্যাচ পরবর্তী সংবা সম্মেলনে এসে ওয়ার্নার জানান এটি তার কাছে অন্য সেঞ্চুরির মত সাধারণ নয়। ‘ইনিংসের শুরুর দিকে বলগুলো বেশি মুভ করছিল তাই বেশ সাবধানী হয়েই বল মোকাবেলা করতে হয়েছে। এই সেঞ্চুরিটা আমার কাছে অনেক কিছু একজন ব্যাটসম্যান হিসেবে। পাকিস্তান তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছিল কিন্তু আমাদের বোলাররাও ভালো বল করেছে। দারুণ একতা ম্যাচ ছিল।‘
বল টেম্পারিংয়ের পর নিষেধাজ্ঞায় থাকার সময় তার পরিবারের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছেন উল্লেখ করেন। শুধু তাই নয় নিষেধাজ্ঞা পাবার পর সেঞ্চুরি না করতে পারার ভয় তাকে সবসময় তাড়া করতো বলেও জানান তিনি। ‘অবশ্যই। আমার মাথেয় এই ব্যাপারটি কাজ করতো (সেঞ্চুরি করা)। আমি মনে করি এই জিনিসটাই আমাকে সাহায্য করেছে। আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করেছি ও টি-২০ লিগগুলোতে রান করার চেষ্টা করেছি।’
‘টি-২০ লিগগুলোতে রান করার আগে আমি বিছানা ছেড়ে উঠতেই পারতাম না। আমার স্ত্রী এবং সন্তানরা আমাকে খুব সাহায্য করেছে। বিশেষ করে আমার স্ত্রী আমাকে সমর্থন দিয়েছে। সে আমার পরশমণি। সত্যিই সে অবিশ্বাস্য, দৃঢ় প্রতিজ্ঞ ও বিনয়ী ছল সবসময়।’