পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মঙ্গলবার এজবাস্টনে ভারতের বিপক্ষে হেরে সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। প্রথম রাউন্ডের ৯ ম্যাচ থেকে বাংলাদেশ ইতোমধ্যেই নিজেদের কোটার আটটি ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র যে ম্যাচটি বাকি আছে সেই ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে পাকিস্তানের।

ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে চায় বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দলের হেড কোচ স্টিভ রোডস পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন।

‘আমরা জেতার জন্য মুখিয়ে আছি। এশিয়া কাপে তাদেকে হারিয়েছি আমরা। টুর্নামেন্টের শেষ দিকে এসে তারা দারুণ ফর্মে আছে তাই আমাদেরকে আবারও ভালো খেলতে হবে। দারুণ ক্রিকেট খেলব আমরা আশা করছি। তাদের বিপক্ষে জিতে পয়েন্ট অর্জন করতে হবে।’

বিশ্বকাপের এবারের আসর বেশ উপভোগ্য ছিল বলে মন্তব্য করে রোডস বলেন, ‘অসাধারণ কিছু ম্যাচ হয়েছে। প্রথম দিকে একঘেয়ে হলেও শেষের দিকে বেশ রোমাঞ্চ ছরিয়েছে এই আসর। শীর্ষ দলগ্যলোর সেমি ফাইনালে খেলার সুযোগ হয়েছে। সবাই সবার বিপক্ষে খেলার কারণে সবগুলো দলই সুযোগ পেয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »