https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামছে বাংলাদেশ। তবে পুরো আসরে দুর্দান্ত খেলা উইকেটরক্ষক মুশফিকুর রহিম অনিশ্চিত হয়ে পরেছেন আজকের ম্যাচে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে বৃহস্পতিবার নেটে প্র্যাকটিসের সময় কনুইয়ে আঘাত পান মুশফিক। হাসপাতালে নিয়ে স্ক্যান করার পর মুশফিকের কনুইয়ে চির ধরা না পড়লেও আঘাত প্রাপ্ত অংশ ফুলে গেছে মুশফিকের। ফলে হাত ঝুলিয়ে দেয়া হয়েছে স্লিংয়ে। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না মুশফিকের তা নিশ্চিত।
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরি কিছুটা কমতির দিকে। পুরোপুরি ফিট না হলেও মাঠে নামার মত সুস্থ রয়েছেন তিনি। তাই একাদশে অন্তর্ভূক্তি হতে পারে মাহমুদউল্লাহর। মিডল অর্ডার এই ব্যাটসম্যান আসর শুরুর আগে থেকেই ইনজুরিতে ভুগছিলেন। শেষ মুহূর্তে চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেন রিয়াদ। লর্ডসে তাই নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেখা যেতে পারে তাকে।