স্টাফ রিপোর্টার »
দুই বছরের জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভুমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ব্র্যাডবার্ন। এর আগে দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন তিনি। তার সাথে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এন্ড্রু পুটিক।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিউজিল্যান্ড সিরিজে ভালো করার ফল স্বরুপ পূর্ণাঙ্গ ২ বছরের মেয়াদে তার সাথে চুক্তি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবছর এশিয়া কাপ ও বিশ্বকাপ তার জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া অনলাইন কোচ হিসেবে সাবেক কোচ মিকি আর্থারও কাজ করবেন তার সঙ্গে।
দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত গ্র্যান্ট ব্র্যাডবার্ন জানান, ” পাকিস্তানের মত প্রতিভাবান ও দক্ষ একটি দলের সাথে কাজ করতে পারা আমার জন্য খুবই সম্মানের। মিকি আর্থার ও আমি খেলায়ারদের অগ্রগতি, চ্যালেঞ্জ ও উন্নতির জন্য মুখিয়ে আছি।