নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের হাজার তম ম্যাচে গতকাল (রবিবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। হাজার তম ম্যাচ হতে টেস্টে লেগেছিল ১০৭ বছর, টি-টোয়েন্টিতে মাত্র ১৪ বছর। যা বাংলাদেশ জয় দিয়ে স্মরণীয় করে রাখলো। মাত্র ১৪ বছরেই ১০০০তম ম্যাচ হয়ে গেল টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে প্রথম ১০০০ ম্যাচ হতে টেস্ট ক্রিকেটের লেগেছিল ১০৭ বছর। আর ওয়ানডে ক্রিকেটে হাজারতম ম্যাচটি দেখা গেছে ২৪ বছরের মাথায়। আর টি-টোয়েন্টিতে হাজার তম ম্যাচে জয় দিয়ে ইতিহাস করলো টাইগাররা। কেননা হাজার তম ম্যাচেই টি-টোয়েন্টিতে ভারতের সাথে বাংলাদেশের প্রথম জয়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আজ থেকে ১৪ বছর আগে, অর্থাৎ ২০০৫ সালে। ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্রিকেট ইতিহাসের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে ৪৪ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
আর গতকাল বাংলাদেশ ও ভারত ম্যাচটি নাম লিখিয়েছে হাজার তম ম্যাচে। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি ক্রিকেটের ক্ষুদ্র এই টি-টোয়েন্টি সংস্করণ চালুর পর গতকাল হাজার তম ম্যাচটি হয়। যেখানে ১৪ বছরে দেখা মিললো হাজার তম ম্যাচটির।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ১০০০তম ম্যাচটি মাঠে গড়াতে লেগেছিল ১০৭ বছর সময়। ১৮৭৭ সালের মার্চে ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে মেলবোর্নে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ঐতিহাসিক ম্যাচে ৪৫ রানের জয় পায় অস্ট্রেলিয়া। তার পর হাজারতম ম্যাচটি মাঠে গড়াতে লেগেছিল ১০৭ বছর। আর ১০৭ বছর পর হাজারতম টেস্ট ম্যাচটি গড়িয়েছিল ১৯৮৪ সালে, ম্যাচটিতে পাকিস্তানের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় পাকিস্তান।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সংস্করণের যাত্রা শুরু ১৯৭১ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। এ সংস্করণে ১০০০তম ম্যাচটি দেখা গেছে ২৪ বছরের মাথায়। ১৯৯৫ সালে নটিংহামে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে হাজারতম ম্যাচ।
১০০০তম ম্যাচ হতে কোন ফরম্যাটের কত সময় লেগেছেঃ
১-১০০০ টেস্ট ম্যাচঃ (১৮৭৭-১৯৮৪) ১০৭ বছর ২৫৫ দিন
১-১০০০ ওয়ানডে ম্যাচঃ (১৯৭১-১৯৯৫) ২৪ বছর ১৩৯ দিন
১-১০০০ টি-টোয়েন্টি ম্যাচঃ (২০০৫-২০১৯) ১৪ বছর ২৫৯ দিন