https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। টানা ১১টি ওয়ানডে ম্যাচ হারের পর স্বস্তির জয় পেল পাকিস্তান।
পাকিস্তানের এই জয়ের পর টুইটারে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি তার টুইটারে একটি পোস্টে লিখেন, ‘প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ বাজেভাবে শুরু করার পর এমন অসধারন জয়ের জন্য অভিনন্দন পাকিস্তান ক্রিকেট দলকে। তোমাদের মধ্যে প্রতিভা রয়েছে। শুধু নিজের উপর আস্থা রেখে এগিয়ে যাও।’
Congratulations to the Pakistan cricket team for a great win and for coming back into form after a poor start in the warm up matches and the first WC match. You have the talent, all you need is the self belief that you can go all the way.
— Imran Khan (@ImranKhanPTI) June 3, 2019
এদিকে পাকিস্তানের জয়ে অভিনন্দন জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। তিনি এক টুইট বার্তায় লিখেন, ‘অসাধারণ প্রত্যাবর্তন পাকিস্তান।’
https://twitter.com/henrygayle/status/1135604408878850048
ভারতের জনপ্রিয় ক্রিকেট বিস্লেসক আকাশ চোপরা টুইট করে লিখেন, ‘একদিন ১০৫ করে হারা এবং পরের ম্যাচেই ফেভারিট পাকিস্তান। এজন্যই আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ভালো খেলেছো।’
https://twitter.com/cricketaakash/status/1135603837421596673
এক নজরে উল্লেখযোগ্য আরও কিছু টুইট-
Low to high,Beating the favourites thats wht pak cricket is..Experience does matter specially under pressure,well done @WahabViki @iamamirofficial ..top knock @MHafeez22 @babarazam258
— Sohail Tanveer (@sohailmalik614) June 3, 2019
England can be beaten #ENGVPAK they are not invincible and that is fantastic for #CWc2019
— Russel Arnold (@RusselArnold69) June 3, 2019
Fantastic win for Pakistan, England losing in a run chase at home after nearly 4 years. Pakistan have showed a lot of character after the humiliating loss against West Indies. Wahab and Amir were really good in the end . #ENGvPAK
— Mohammad Kaif (@MohammadKaif) June 3, 2019
https://twitter.com/sanjaymanjrekar/status/1135604031919988738