https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে প্রত্যাশামত পারফরম্যান্স উপহার দিতে না পারায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটকে ডেলে সাজানোর পরিকল্পনা নেয়। যেখানে হেড কোচ বরখাস্ত করার পাশাপাশি মেয়াদ বাড়ানো হয়নি ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের সাথে।
২০১৪ সাল থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি ছিল ফ্লাওয়ারের। চুক্তির মেয়াদ শেষ হবার পর বিদায় বেলা পাকিস্তানের ক্রিকেট সম্পর্কে অনেকতা নেতিবাচক কথাই শুনিয়ে গেছেন ফ্লাওয়ার। পাকিস্তানের সবচেয়ে বাজে দিক হিসেবে তিনি উল্লেখ করেন নিরাপত্তা ও কাজের স্বাধীনতা না পাওয়াকে।
ফ্লাওয়ার বলেন, ‘সাবেক কিছু খেলোয়াড় রয়েছে তারা ব্যাপক সমালোচনা করে। টিভি চ্যানেল আর সাংবাদিকদের মধ্যেও চলে অনেক রাজনীতি। পিসিবিতেও রাজনিতি চলে অনেক। এসব ব্যাপার কখনোই মিস করব না আমি।’
পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বাবর আজমের প্রসনহগা করে তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে আমি যত কোচিং করিয়েছি সবার চেয়ে সেরা সে (বাবর আজম), অবশ্যই পাকিস্তানিদের মধ্যেও।’
পাকিস্তানের ভক্তদের ভালোবাসার কথাও স্বীকার করেন জিম্বাবুইয়ান এই কোচ।