https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পাকিস্তানের হেড কোচ হবার জন্য পিসিবির কাছে আবেদন করেছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মিজবাহ উল হক। কোচ মিকি আর্থারের বিদায়ের পর শূন্য পদের জন্য আবেদন করেছেন তিনি।
বিশ্বকাপে পাকিস্তান দল সেমি ফাইনালের আগেই বাদ পরে যাওয়ায় গুঞ্জন ওঠে কোচ মিকি আর্থারকে ছাটাইয়ের ব্যাপারে। বিশ্বকাপ চলাকালেই অবশ্য সেই গুঞ্জন ফাঁস হয় মিডিয়ার সামনে। শেষ পর্যন্ত পিসিবির কাছে আরও দুই বছর সময়ও চেয়েছিলেন আর্থার কিন্তু শেষ রক্ষা হয়নি।
শুধু হেড কোচই নয় বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বীলিং এবং ব্যাটিং কোচের মধ্যেও পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছিল আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে এগিয়ে যেতে চায় তারা। সেখানে হেড কোচ হতে ইচ্ছে পোষণ করেছেন মিজবাহ উল হক।
৪৫ বছর বয়সী মিজবাহ তার ক্যারিয়ারে সাদা পোশাকের ম্যাচ খেলেছেন ৭৫টি। ওয়ানদেতে ২০২ আর টি-২০ ফরম্যাটে তিনি খেলেছেন ৩৯টি।
অন্যান্য ক্রিকেটাররা সাধারণত ৪০ বছর বয়সের মধ্যেই অবসর গ্রহণ করলেও তিনি খেলা চালিয়ে গিয়েছিলেন ৪৩ বছর বয় পর্যন্ত। শেষ পর্যন্ত তার হাতেই পাকিস্তান দলের দায়িত্ব ওঠে কিনা সেটা বলে দিবে সময়ই।