পাকিস্তানের কোচ হচ্ছেন আফ্রিদি!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকা করা হলে শহীদ আফ্রিদির নামটা সম্ভবত উপরের সারিতেই থাকবে। জাতীয় দলে আসার পর থেকে দলকে দিয়েছেন দুহাত ভরে। পাকিস্তানের জার্সিতে অসংখ্য ম্যাচ জয়ের নায়ক আফ্রিদি জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টে এখনও খেলেন নিয়মিতই।

বাইশ গজের সাথে যার আত্মার সম্পর্ক তিনি কি আর ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন! ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলাও হয়তো এক সময় ছেড়ে দিবেন তিন। কিন্তু এরপর কী করবেন? ক্রিকেটের সাথেই তো থাকার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। আর এক্ষেত্রে তার সেরা পছন্দ কোচিং করানো।

অবশ্য পাকিস্তান জাতীয় দলের কোচ হচ্ছেন না তিনি। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘জাতীয় দলকে কোচিং করানোর মত টেম্পারমেন্ট আমার নেই। আমি এখন আগের থেকে অনেক বেশি ফিট ক্রিকেট খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। দলের জন্য সেরাটাই দিতে চাই। পরে হয়তো অনূর্ধ্ব-১৮ কিংবা অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেয়া হবে। কেননা ওই বয়সেই মূলত কোচিংটা প্রয়োজন।’

এদিকে পাকিস্তান দলের বর্তমান কোচ মিজবাহ উল হকের প্রতি নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স আমাদের মনের মত হয়নি। নতুন কোচের অধীনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে বিশ্বাস করি আমি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »