পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান লিডসের আকাশে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বসিহ্বকাপ ২০১৯ আসরের ৩৬তম ম্যাচে লিদসে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-পাকিস্তান। দুই দলের ব্যাটে বলের লড়াইকে ছাপিয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরে দুই দলের সমর্থকদের মারামারির কাণ্ড।

তবে ম্যাচ চলাকালে আবারও নতুন ঘটনায় আলোচিত হয়েছে ম্যাচটি। পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচ চলাকালেই দেখা যায় মাঠের উপর দিয়ে উড়ে যাচ্ছে দুটি বিমান। যেখানে একটিতে ঝুলানো একটি ব্যানারে লেখা ছিল বেলুচিস্তানের মানুষের গায়েব হয়ে যাওয়া বন্ধ করতে হবে। অন্যটিতে ঝুলিয়ে দেয়া একটি ব্যানারে লেখা ছিল জাস্টিস ফর বেলুচিস্তান।

https://twitter.com/Sajeda_Akhtar/status/1144986351391035392

 

এসব স্লোগান যে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সেটা স্পষ্ট। ফলে নতুন এই বিতর্ক উস্কে দিল পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক। এর আগে ইউটিউবেও পাকিস্তানের সাবেক পেসার শোয়াব আখতার প্রশ্ন তুলেছিলেন আফগানদের নাগরিকত্ব নিয়ে। শুধু তাই নয় ম্যাচের সময় বাইরে বেলুচিস্তান ইস্যুতে বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় আফগানিস্তান সমর্থকদের।

এমন কাণ্ড কে বা কারা করেছে সেই সম্পর্কে এখনও নিশ্চিত করতে পারেনি আইসিসি। আইসিসির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়ার পাশপাশি এমন অপ্রতাশিত ঘটনা আর ঘটবে না বলেও জানানো হয়ে একটি বিবৃতিতে। ‘আইসিসির পক্ষ থেকে এমন স্লোগানকে সমর্থন করে না। স্তানিয় পুলিশের সাথে আমরা আলোচনা করবো এমন ঘটনা কেন হয়েছে। পরবর্তিতে যেন এমন ঘটনা না ঘটে এটাও নশচিত করব।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »