‘পাকিস্তানি সমর্থকদের অভ্যর্থনায় আমি মুগ্ধ’: ওয়ার্নার

https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »

বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া দল নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের দলে অন্তর্ভূক্তি। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছর নিষেধাজ্ঞার কবলে থাকার পর সেখান থেকে মুক্তি পেয়েছে তারা। শুধু নিষেধাজ্ঞাই কাটেনি, দুই জনই জায়গা পেয়েছে নিজ দেশের বিশ্বকাপ স্কোয়াডে।

এই দুই ক্রিকেটারের উপর ভরসা করে টিম ম্যানেজম্যান্ট যে ভুল করেনি সেটার প্রমাণ রেখেছেন ওয়ার্নার। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে পাড়ি জমানোর আগে সমালোচনা অবশ্য কম হয়নি এই দুই ক্রিকেটারকে নিয়ে। ইংল্যান্ড দলের সাপোর্টারদের সংগঠন বার্মি আর্মি তাদের টুইটারে ওয়ার্নারকে চিটার বলে উল্লেখ করে। তাছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে ভারতীয় দর্শকরাও ছাড়েননি ওয়ার্নারকে। ভারতীয় দর্শকদের আচরণের কারণে অবশ্য কোহলি ক্ষমা চেয়েছিলেন ওয়ার্নারের কাছে।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অজিরা মাঠে নামার আগে পাক অধিনায়ক সরফরাজ আহমেদ সংবাদ সম্মেলনে বলেছিলেন ওয়ার্নারকে দুয়ো দিবে না পাকিস্তানি সমর্থকরা। বাস্তবেও ঘটেছে তাই।  পাকিস্তানিভক্তরা ওয়ার্নারকে দুয়ো দেয়ার বদলে পুরো ম্যাচ জুড়েই উৎসাহ দিয়েছে। মেতে ছিল তাকে অভিবাদন জানাতেও।

ম্যাচ শেষে তাই ওয়ার্নার বেশ খুশিই পাকিস্তানি সমর্থকদের উপর। ওয়ার্নার বলেন, ‘পাকিস্তানি সমর্থকদের অভ্যর্থনায় আমি মুগ্ধ’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »