ক্রীড়া প্রতিবেদক »
সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটা নিয়ে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাবেদ মিয়াদাদ। দলে প্রাক্তন ক্রিকেটারদের কোচিং স্টাফ হিসেবে দলে না রাখায় বোর্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন তিনি। তাছাড়া পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটার কারণ হিসেবে এই কারণকেই দায়ী করলেন তিনি।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন। বোলিং কোচ হিসেবে আছেন আরেক অস্ট্রেলিয়ান শন টেইট। আর এতেই মিয়াদাদ মনে করেন পাকিস্তানি খেলোয়াড় ভবিষ্যৎ নিরাপত্তা নেই। খেলা ছাড়ার পর কি করবে এই ভাবনায় ক্রিকেটাররা ম্যাচ গড়াপেটার মত অনৈতিক কাজে জড়িয়ে পড়ে বলে মনে করেন মিয়াদাদ।
মিয়াদাদ বলেন, ‘আমাদের প্রাক্তন ক্রিকেটাররা কোন কাজ পায় না। তাছাড়া এখনকার ক্রিকেটাররাও জানেনা তাদের ভবিষ্যত কী। ওরা জানে যে তাদের যাওয়ার কোন জায়গা নেই। খেলা ছাড়ার পর কী হবে ওদের? খেলতে না পারলে বাদ দিয়ে দেওয়া হবে। আর এই কারণেই ম্যাচ গড়াপেটা হয়। সকলে ভয়ে থাকে, ভবিষ্যতে কী হবে?’