পাকিস্তানি এক ক্রিকেটারের আদর্শ রোহিত শর্মা

নিউজ ডেস্ক »

প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেয়েছেন যুবা ক্রিকেটার হায়দার আলী। মূলত সামনে ইংল‌্যান্ড সিরিজ আর সে জন্যই তাকে দলে রেখেছেন নির্বাচকরা। এ বছরই যুব বিশ্বকাপ খেলেছেন হায়দার আলী।

যুবা বিশ্বকাপে আহামরী পারফরম্যান্স করেছেন এমনটা না। ভারতের বিপক্ষে এক সেঞ্চুরি ছাড়া আর কোনো পারফরম্যান্স নেই তার। যদিও পাকিস্তান সুপার লিগে দারুণ খেলেছেন হায়দার আলী। এর ফলস্বরূপ জায়গা করে নিয়েছেন পাকিস্তান দলে। দলে ডাক পেয়েই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাড়া জাগানো এক তথ্য দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি জানান, ‘তাঁর ব্যাটিং আদর্শ ভারতের ওপেনার রোহিত শর্মা। সাড়া জাগানো ভারতীয় এই ব্যাটসম্যানের মতো নিখুঁত ব্যাটিং করতে চান তিনি। আর রোহিতের মত সব ফরম্যাটেই দলে স্থায়ী হতে চান।’

হায়দার আরো বলেন, ‘খেলোয়াড় হিসেবে রোহিতকে আমি খুব পছন্দ করি এবং তার মতো ব্যাটিং করে দলকে আক্রমণাত্মক শুরু এনে দিতে চাই আমি। রোহিত এমন একজন ব্যাটসম্যান যে তিন ফরম‌্যাটেই অভিজ্ঞ এবং দ্রুত সব ফরম‌্যাটে নিজেকে মানিয়ে নিতে পারে।’

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »