পাকিস্তানকে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছে অজিরা।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতির আগে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৬২ রানে। ১৬ রানে অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারি ৫৩ রান করে আউট হন। পাকিস্তানের শাহীম আফ্রিদি ও মীর হামজা ৪টি করে এবং আমের জামাল ২টি উইকেট নেন।

৩১৭ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ১ উইকেটে ২৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় পাকিস্তান। দ্বিতীয় সেশনটা বেশ ভালোভাবো পার করে দেয় পাকিস্তান। ফিফটির দেখা পান শান মাসুদ। ৬০ রান করে আউট হন তিনি। ৩ উইকেটে ১২৯ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান।

তৃতীয় সেশনটার পাকিস্তান বেশ ভালোভাবেই পার করছিল। বাবর আজম ৪১, সাউদ সাকিল ২৪, মোহাম্মদ রিজওয়ান ৩৫ ও আঘা সালমান ৫০ রান করেন। কিন্তু এরপর আর কেউ সুবিধা করতে না পারলে শেষ পর্যন্ত পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৩৭ রানে অলআউট হলে ৭৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। অজি বোলার প্যাট কামিন্স ৫টি, মিচেল স্টার্ক ৪টি ও হ্যাজালউড ১টি উইকেট নেন।

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »