পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়াল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নলীগ ক্রিকেট ২০২৪ এর ফাইনালে গতকাল পাকিস্তান চ্যাম্পিয়নকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত চ্যাম্পিয়ন।

 

বার্মিংহামে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে পাকিস্তান। দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ৪১ রান করেন শোয়েব মালিক। আকমল ১৯ বলে ২৪, শোয়েব মাকসুদ ১২ বলে ২১, মিসবাহ ১৫ বলে ১৮ ও সোহেল তানভীর মাত্র ৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন অনুরিত সিংহ।

 

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার আম্বাতি রাইডুর ৩০ বলে ৫০, গুরকেরাত সিংহের ৩৩ বলে ৩৪ ও ইউসুফ পাঠানের মাত্র ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১৫৯ রান সংগ্রহ করে ৫ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। পাকিস্তানের হয়ে ২ উইকেট শিকার করেন আমির ইয়ামিন।

 

প্রথম রাউন্ডে সর্বোচ্চ ৪টি ম্যাচ জিতে সেমিতে আসে পাকিস্তান। অপরদিকে মাত্র ২ ম্যাচ জিতে, তাও আবার আফ্রিকাকে রানরেটে পেছনে ফেলে সেমিতে আসে ভারত। চতুর্থ দল হিসেবে সেমিতে আসলেও সেমিতে ২৫৪ রানের পাহাড় গড়ে অজিদের বিদায় করে ফাইনালে আসার পর ফাইনালে পাকিস্তানকেও হারিয়ে শিরোপা জিতলো যুবরাজ সিংহের নেতৃত্বাধীন ভারত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »