নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এই ম্যাচ জিতলেই সিরিজটাও জিতে নিতো পাকিস্তান। তবে সেটা হতে দিলো না ইংল্যান্ড। সাত ম্যাচ সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তানে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সিরিজে ৩-৩ ব্যবধানে সমতা ফেরালো মঈন আলীর দল।
শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংলিশরা। পাকিস্তান হার মেনে নেয় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ফিল সল্ট ও আলোক্স হেলস। উদ্বোধনী জুটিতেই দু’জন মিলে ২৩ বলে গড়েন ৫৫ রানের জুটি। ১২ বলে ২৭ রান করে হেলস আউট হলে ভাঙ্গে এই জুটি।
এরপর তিনে নামা ডেভিব মালানকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন সল্ট। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন মিলে গড়েন আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি। দশম ওভারের ৩য় বলে দলীয় ১২৮ রানের মাথায় মালান ২৬ রানে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর আর কোনো উইকেট না হারিয়ে বেন ডাকেটকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন সল্ট। তাতে ৩৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে ইংলিশরা। সল্ট ৪১ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ফিফটিতে ভর করে মাঝারিমানের লক্ষ্যমাত্রায় পৌছায় পাকিস্তান। ৫৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন বাবর। এছাড়াও ৩১ রান করেন ইফতেখার আহমেদ।